বিদ্যার দেবী মা গো তুমি বীণাপাণি,
কেমনে পূজিব তোমায় আমি নাহি জানি।
শংকর নন্দিনী মা গো তুমি গৌরী পুত্রী,
বিদ্যার আলোয় আলোকিত করো মা এ ধাত্রী।
নাই বা হল বড় বড় বিদ্যান সবে,
ক্ষতি কি বল মা তুমি ওগো তাতে,,
তবে নৈতিক আর মানবিক শিক্ষা টুকু মা
সবে পারে যেন পেতে।
আজ তোমায় বিনীত করি মা গো
আমি জোর হাতে,
এই শিক্ষিত সমাজের বাবা মা কে
আর না হয় যেন বৃদ্ধাশ্রম যেতে।
শিক্ষিত কিছু লোক পুঁথিগত বিদ্যার
মুখোশের আড়ে,,
নৈতিকতা ও মানবতা কে রোজ কেন
বল গলা টিপে মারে?।
বিদ্যার দেবী মা গো তুমি,তুমি ব্রহ্মাণী,
কেমনে পূজিব মা গো তোমায় আমি যে নাহি জানি।
বিদ্যা বুদ্ধি দেও গো আমায় মাতা ওগো বাগদেবী ,
তোমারই আশীর্বাদে মা হয়েছিলেন কালিদাস ও কবি।।