নাম-ধাম-পরিচয়,  কুল-গোত্র-ঠিকানা; আজ সব অর্থহীন,
মানুষের আজ শুধু একটাই মানে, প্রাণবন্ত নাকি প্রাণহীন ।
ঘরে বাইরে চলছে আজ এক অসম লড়াই,
এ যুদ্ধে জেতা ছাড়া আর কোন পথ নাই ।
মানুষ আজ সংখ্যামাত্র; নাই আর কোন পরিচয়,
জেগে থেকে বা ঘুমিয়েও, বেঁচে না থাকারই ভয়।
আজ তাই নতমস্তকে,  ঈশ্বরকে ডাকি বারবার,
এসো, কোথায় আছো তুমি, জগতকে কর উদ্ধার।