ধীরে ধীরে উপড়ে যাচ্ছে এক একটা বটগাছ ।
কোথা থেকে আসা এক দমকা হাওয়া ,
নাড়িয়ে দিয়ে গেল শিকড় , আলগা করে দিল মাটি ।
সময় কিন্তু বারবার পরীক্ষা নেয়,
যাচাই করে নিতে চায় , কষ্টিপাথরে ।
আর পথের বাঁকে বাঁকে থাকা প্রশ্নপত্র ,
বদলে যায় প্রতিনিয়ত ।
আমরা তবু তৈরি , লড়ব শেষ অবধি ;
যতই হোক কঠিন , মনে হোক দুর্জয় ।
এ পৃথিবীতে প্রাণের আলো জ্বালিয়ে রাখবই ।