যতক্ষণ এই টুকরো টুকরো শব্দ গুলো
মিলিত হয়ে জোট বেঁধে ,
দলবদ্ধ আকার ধারণ করে,
ততক্ষণ ভাবি , আনমনে ।
মনে আসা শব্দগুলো ভিড় করে থাকে
কোন এক অমাবস্যার রাতে ,
যখন চাঁদ মুখ ঢাকে,
মনের অগোচরে, সন্তর্পণে ।
একই ভাবে নদী বয়ে চলে অবিরাম
তার জলধারা কাঁধে নিয়ে ।
আমার তো একটা নদী নেই ,
শুধু নুড়ি আর বালি সম্বল।