তখন বয়স তিন কি চার ,
যদ্দূর মনে পড়ে আমার  ।

স্বপ্ন দেখে ভয়ে আঁতকে,
উঠে পড়েছিলাম চমকে ।

তখন কি আর জানতাম,
স্বপ্ন ও হয় সত্যি । ভাবতাম,
মা বলেছে কোলে জড়িয়ে,
ওরে খোকা ভয় পাসনা রে।

এখন বুঝি,  কিছু ভয় -
কখনো সত্যি ও হয় ।
বেঁচে থাকার লড়াই,
একাই লড়ে যেতে হয়।
মায়ের আঁচল আজো তবু
সঙ্গে রয়ে যায়,  ভরসায় ।

মানুষ বড় কেন হয় !
আর স্বপ্নে দেখা ভয়,
কেন মনে হামেশাই
উঁকি  দিয়ে যায় !