কবিতা, কখনো রহস্যের
মোড়কে থাকা মহানায়িকা ;
মাঝে মাঝে সেলিব্রিটির স্ট্যাটাসে
শীততাপনিয়ন্ত্রীত কালো কাঁচ ঢাকা গাড়ীতে,
পাতীদের নাগালের বাইরে।
রবি কবির স্বরলিপি
কলেজ স্ট্রীটের ফুটপাথের দিনলিপি,
ধুন হয় ফিউশন;;
তুইও হতে পারিস না
আটপৌরে সাদামাটা?
অথবা সহজলভ্যা বারবনিতা?
চুনোপুঁটি আমি সঙ্গম শেষে
তেরছা চোখে ঢেঁকুর তুলে বলব,
হূ হূ আমিও পারি-
লিখে ফেললাম কবিতা।
-------------- পার্থ রায়।