প্রিয়তমাসু,
আমি তোমার দেখানো দিকে চলেছি,
তোমারই চেনানো পথে,ভিড়ের মাঝে হাঁটছি;;  
ভালবাসার উঁচুনিচু পাহাড়ি রাস্তা নয়,
আমি চোরাপথের কানাগলি চিনে নিয়েছি;;
চাইনা আমি নিহত হতে-
প্রতিদিন প্রতিক্ষনে,  
ঢালের পিচ্ছিল পথে ছুটছি-
নিহত হতে একবারই, শুধু একবারই;;
রাখতে কি তুমি পার?  
সাথীদের ফেলে দেওয়া,একটা শুকনো গোলাপ,
আমার কবরে?  
ভাল থেক তুমি, নুতন সমারোহে;;  
------------------- পার্থ রায়।