আহত প্রতীক্ষা
লিপস্টিকে ছুঁয়ে আছো এখনো এক ভোরের শিশির
ক্যাডবেরিজের গন্ধ ভরা
তর্জনী আজ ঘুমিয়ে আছে সঙ্গীহারা।
সমাপ্তি আজ অন্ধ গলির বদ্ধ হাওয়ার অমানিশির!
আজো তোমার দুঃসহতম নীরবতা
এই কি তোমার মৌলিকতা
ব্যক্তিত্ব, স্বকীয়তা?
এই কি তোমার কথা রাখা!
নাকি কেবল সবুজ রক্তের হৃদয় খনন
মিছিমিছিই আবির মাখা!
বদ্ধ গলির অন্ধ হাওয়ায় আজো একা
তোমার জন্যে আজো আমি কানা মাছি
স্বপ্ন-আশার তেপান্তরে পাবো দেখা
তোমারই পথ চেয়ে আজো বসে আছি।
(ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে ‘অরণ্যলোক’ পত্রিকার অক্টোবর ২০০৫ সংখ্যায় প্রকাশিত।)