মেঝেতে এক ফোঁটা রোদ
এখন মেঝের উপর যেখানে আমি,
গড়িয়ে বেড়ায় সেখানে এক ফোঁটা রোদ।
মেঝের উপর ছাদ
ছাদের উপর পুরু ছাউনি।
এখন মেঘের উপরে যেখানে আকাশ
গড়িয়ে বেড়ায় সেখানে এক ফোঁটা সূর্য।
মেঝের উপর পুরু ছাউনি
সে সব ভেদ করে সূর্যের এক ফোঁটা রোদ
কি ভাবে মেঝেতে চলে আসে!
আমি অত্যাশ্চর্যকে সকৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি
কিন্তু ভেবে কূল-কিনারা পাই না।
আকাশে অনেক রোদ ছিল
অনেক সোনালী রঙের রোদ
আর –
আকাশে ছিল এক ফোঁটা মেঘ
মেঝেতে এক ফোঁটা রোদ।
(ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে ‘সৃজন’ পত্রিকার ১৪০৭ শারদ সংখ্যায় প্রকাশিত।)