কি সব ভাবনা আজ এলোমেলো ভাসে
অবিন্যস্ত চুল যেন উন্মাদ ঝোড়ো বাতাসে
বসেছিস দখিনমুখো কমলা রঙের বিকেল
তোর ঐ কপালভাঁজে কোনো এক স্থির নৌকো
পাল তুলে ইশারায় ডাকে নরম জলের ফুল
দ্বিধান্বিত বুকে নিস্পলক চেয়ে আছে আকাশের দিকে
তুই কি ভেবেছিস তোরও জীবন আছে নদীর মতন
আকাশের ডাক আছে অচঞ্চল অমোঘরতন
নিরুত্তাপ সখা একা বসে আছে নিঃসঙ্গ অধ্যায়ে
জীবনের সমুদ্র ঋদ্ধ হবে মুগ্ধ হবে সুখ আর দুখের ঐকতানে