জীবনের অপরাহ্ণ রোদে এসে
স্নাত হয়েছি ক্লান্তির ঘামে।
সফেন সমুদ্রেরা পিপাসার ঢেউ নিয়ে
শুকনো বালুর তটে বিছিয়ে আঁচল
ফিরে গেছে অগম্য দূরে।
ঘুম ভেঙে গেলে দেখি
আমাকে মৃত ভেবে
সারি সারি পিঁপড়ের দল
আমার শরীরে হাজির।
অকস্মাৎ চেয়ে দেখি দারুণ নিদাঘে
আমার মাথার পাশে
ভরা গ্রীষ্মের গুচ্ছ গুচ্ছ জারুলের ফুল
রেণুর পরশ দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে।
জারুলের বুকের অমৃত-সৌরভে
আরও কটা দিন বেঁচে আছি
বেঁচে থাকি বাসনার ঘোরে।

(২৬ মে ২০২৪)