এমনও দিন আসে অন্তবিহীন
দিবস রজনী অরণ্য বৃষ্টিবিহীন।
খর রৌদ্রে তাপ-দগ্ধ জ্বলে পুড়ে যাই।
অধরা সমুদ্রেরা অনন্ত সুদূরে
তরঙ্গিত, পিপাসার বার্তা আনে, হায়,
চাতক চোখের কোণে আদ্যন্ত বোনে
মরীচিকা। মায়াজালে ভ্রান্ত পথিক
দিকভ্রান্ত ভ্রষ্ট হয় আচারে বিচারে,
খুঁজে ফেরে অসহায় জীবনের মানে।
অশ্রুকণা মুছে দেয় জারুল শিরীষ,
কৃষ্ণচূড়ার চড় বড়ো চড়া লাগে।
জারুল কেমন স্নিগ্ধ মমতার রঙে
জড়ানো চুলের পাশে মৃদুমন্দ সুরে
গেয়ে যায় ‘ভালো থেকো’, এই শুধু বলে।