৷৷   ভালবাসা দিবস ৷৷  

ব্যাপারটা হলো ভালবাসা নিয়ে
তার মানে একটি ভালো  'বাসা'
তৈরি করতে হবে নিজের মনের মধ্যে
তার জন্য,যাকে ভালবাসবো।

তাকে একটা চমৎকার স্থান দিতে হবে মনে
যা হবে শুদ্ধ, পরিশীলিত,মার্জিত,
তাকে সম্মান করতে হবে
তাকে নিয়ে গর্ব বোধ করতে হবে
গৌরববোধ করতে হবে
তাকে মাথার তাজ করে রাখতে হবে
রাখতে হবে প্রাণের টুকরো করে।

তার একেবারে পাশে থাকতে হবে
গোপনে সন্তর্পণে আলতো ছোঁয়াও
যেন না লাগে তাতে,তার বিনা অনুমতিতে,
অথচ তাকেই ছুঁয়ে থাকতে হবে সারাক্ষণ।

সে হবে হীরের টুকরো, দামী,দুর্লভ
তার সুরক্ষায় পাহারা বসাতে হবে
দুনিয়ার সব সেরা সুরক্ষা বাহিনী
তারই মনের কোনে,
নিজে রাখতে হবে খেয়াল,শুধু এটুকুনই।

তার স্বাধীনতা থাকবে
তার ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ
সব পাত্তা দিতে হবে
তাকে একটা স্বাধীন সত্ত্বা মনে করতে হবে।

তার ইচ্ছাকেই যদি না ভালবাসতে শিখা যায়
তো তাকে কি করে ভালবাসা যাবে?
তার সুখের দিনে তার পাশে
না থাকলেও তেমন সমস্যা নেই
তবে কষ্টের প্রতিটা মূহুর্তে তার পাশে
থাকতে হবে মা যেমন করে পরম মমতায়
সন্তানকে তার গর্ভে লালন করে
কিংবা আইসিইউতে যেমন মূমুর্ষ রোগীর
কেয়ার নেয় ডাক্তার তেমন।

তার সুখের, হাস্য রসের গল্প যেমন শুনতে হবে
তার রোগ, ব্যধি, কষ্ট,নিরানন্দের কথাগুলোকেও
যত্ন করে শুনতে হবে
আর তার পাশে থেকে তাকে
সমস্তটা দিয়ে সাহায্য করতে হবে।

তার নির্ঘুম রাতের  কারন যেন না হতে হয়,
তার একবিন্দু চোখের জলও যেন মনে হয়
আটলান্টিক মহাসাগরের সব জল
যা কখনো  মুছিয়ে দেয়া যাবে না শত চেষ্টাতেও।

তবে কখনও যদি আনন্দাশ্রু গড়ায় সে হবে
শ্রেষ্ঠ পাওয়া।

সে হবে বন্ধু সেরা,ভালো বন্ধু
ভাললাগা,ভালবাসা
তাকে যত্নে লুকিয়ে রাখতে হবে মনের গহীনে
গোপনে, তাকে সবচে বেশি কেয়ার করতে হবে,
সারাক্ষণ কেয়ার করতে হবে,
সারা জীবন কেয়ার করতে হবে
এমন মানুষ হতে হবে যেন হয়ে উঠতে পারা যায়
তার ট্রাস্টের একজন।

তবেইতো তাকে ভালবাসা যাবে,
সে হয়ে উঠবে ভালবাসার জন,
তবেইতো স্বার্থক হবে
ভালবাসা দিবস পালন।

১৪ ফেব্রুয়ারি, ২০১৯
সকালে।