৷৷ শ্রীহীন সম্পর্কের খেলা ৷৷
একটা শ্রীহীন সম্পর্কের খেলা
খেলে যা খেলা রাম
আজ রাজা কাল ফকির।
আজ আমি মাথার তাজ
রাজার শ্রেষ্ঠ সম্মান
কাল, ধুলোয় গড়াগড়ি।
আজ খোঁপায় গোজা বেলি ফুল
সবার নজরকারি
কাল, বাসি,নিস্প্রাণ,অপ্রয়োজনীয়।
আজ আমায় ছাড়া হাসি আসে না
খাবারে রুচি থাকেনা
কাল, আমিই উচ্ছিষ্ট।
আজ আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখাই,স্বপ্ন বুনি
কাল, আমিই দুস্বপ্ন।
আজ আমি রাত জেগে সাথী হই
মিষ্টি প্রহর কাটাই
কাল,রাতেই আমি বিরক্তিকর,বোঝা।
আজ হাতে হাত ধরে পথ চলি,
হাসি,খেলি
কাল,ওহাত ছুঁলে ফোসকা ধরে।
আজ আমি রাজ দরবারের রাজকবি
রাজ বন্দনা গাই,রাজাকে করি জগৎ শ্রেষ্ঠ
কাল,কলমের প্রতিফোঁটা কালি,কালিমা।
আজ ভাবনার রাজা
ভাবিনা অনাগত ভবিষ্যতের ভাবনা
কাল,বুকে ব্যথা,মরে যেতে ইচ্ছে হয়।
আজ তুমি বন্ধু সেরা
আমার সব,আমার ভালবাসা
কাল,তোমার হাতে তোলা।
৮ ফেব্রুয়ারি, ২০১৯
রাতে।