৷৷ নারীর হুঁশিয়ার ৷৷
সভ্যতা বিকাশে নারী রেখেছে ভূমিকা
নারীকে পশ্চাতে রাখতে দেখিওনা অহমিকা।
নারী নদী,প্রকৃতি,কোমলতা,সৌন্দর্যের প্রতীক
যোদ্ধা,সেবিকা,সমাজসেবী আরও আরও অধিক।
শোননি নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল,মাদার তেরেসা,বেগম রোকেয়ার
ওরা মরেনা ওরা প্রয়োজনে ফিরে আসে বারবার।
গ্রীক সভ্যতায় চিত্রকলা,স্থাপত্য বিদ্যা,ভাস্কর্য শিল্পে
নারীরা কোন কালে ছিলনা অতি অল্পে।
এযুগেও তারা মহাকাশচারী,শিক্ষক,রাষ্ট্র নায়ক
তারা মা,বোন তারা আপনার জন স্ত্রী, কন্যা,গায়ক।
সবযুগে ছিল যেমন তাদের অবদান
আজও তারা তেমনিই পুরুষের সমান।
চিত্রাঙ্গদা,সুভদ্রা,দ্রোপদীরা যেমন মহাকাব্যে উজ্জ্বল
লক্ষ্মীবাঈ,প্রীতিলতা,ফয়জুন্নেসারাও তেমনি আজও- সমুজ্জ্বল।
পিতা,স্বামী আর পুত্রের অনুগত হবে নারী
এমন কনফুসিয়াসী বিশ্বাস ছেড়ে দাও তাড়াতাড়ি।
নারীরা সমতা, স্বাধীনতা আর সহযোগিতায় বিশ্বাসী
তোমরা হিংস্র হায়েনা , আচরণ যেন মাংসাশী।
লৈঙ্গিক বৈষম্য আর মানেনা নারীরা আজ
রাজনীতি,অর্থনীতি সব ক্ষেত্রে করে তারা কাজ।
ভোটাধিকার,উত্তরাধিকার এখন তাদের দখলে
আজ শিক্ষা বঞ্চিত করলে রুখে দাড়াবে সকলে।
হুঁশিয়ার,সাবধান অধিকারে দিও না হাত
সব ভেঙে দেব, গড়িয়ে পড়বে বাজ মাথ।
(নারী শিক্ষা নিয়ে সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রচিত)