৷৷ মরিবার সুযোগ নাই ৷৷
নদীকূলে বসি তুমি গাহ কার গান
যন্ত্রী কেবা,শ্রোতা কেবা,কিবা সুর তান?
ঐ দেখ গোধুলি এলো বলে ,
চারিধারে রক্তিম আভা, সূর্য অস্তাচলে।
এখনও তুমি বসি অপেক্ষায়?
কার প্রতিক্ষায়?
গগণে করিছে মেঘ,ঘন চারিধার
নামিবে বাদল,নাহি দেরি আর।
পাখিরা ছুটিছে নীড়ে ঝাপটিয়ে পাখা
চারিদিকে ছমছম,আর নাহি থাকা।
ত্রস্ত পদে সকলে পালায়
বাঁচিবার তরে আপন আলয়।
দূর গাঁয়ে শঙ্খধ্বনি,নদীতে তুফাণ
তবু তুমি একা বসি গাহ কার গান?
এক মনে এক ধ্যানে হৃদয়ে প্রাণে মনে
কাহারি মালা জপিছো তুমি এই ক্ষণে?
বুঝিয়াছি তুমি ধরিয়াছ ছল,
সকলে পালালে তুমিও পালাবে, খোয়াবে ইহকাল।
বারেক ফিরে চাও,দেখ চারিধার
নাহি পাবে নিস্তার।
ঘরে অসুস্থ মাতা একা,
ওষুধ নেই,পথ্য নেই,চোখে নেই দেখা।
জগতে সংসার বড় বিচিত্র,সুযোগ নেই মরিবার।
সময় হয়েছ দেখ বাড়ি ফিরিবার।