৷৷ মনের আলো ৷৷
এত আলো তবু দেখ, যায়না আঁধার চলে
চুপটি করে শুয়ে থাকে, তারই নিজের কোলে।
সুযোগ পেলে দেয় যে ঢেকে, আকাশ জোড়া রবি
যায়না দেখা রাতের বেলা, তার যে কোন ছবি।
সব ভালোই যাবে ডুবে, সব আলো-ই ঢেকে
আঁধার কালোর কুয়োয় ডুবলে, যাবে মন্দ মেখে।
দিনের আলো, মোমের আলো, যতই জ্বালো আলো
জ্ঞানের আলো সেরা আলো,সবার চেয়ে ভালো।
আঁধার যেমন লুকিয়ে রাখে, আলোর শিখাকে
আঁধার বুক চিরেই আলো, ছড়ায় দিকেদিকে।
আঁধার আলোর খেলা চলে, সারা জীবন ধরে
মনের আলোয় রাখতে হয়, নিজের জীবন ভরে।
২২ জানুয়ারি ২০১৯