৷৷ জীবন সিনেমা ৷৷  

চলমান জীবনটাই একটা সিনেমা,
চোখ থাকলে এখানে লাইভ দেখা যায়,
প্রতিদিন চলে শুটিং,
ট্রানজেকশন  ফাইল,মাস্টার ফাইল,
ব্যাকআপ ফাইল সব এখানে একাকার।

এখানে ডাবিং করতে হয়না,
পুরু মেকআপ সব সময় লাগানো থাকে,
নাটকীয়তার জন্য রিহার্সাল করতে হয় না,
সরাসরি মঞ্চস্থ।

নেই কোন বই,কোন পান্ডুলিপি,
নেই মিউজিশিয়ানস, লাইট, ক্যামেরা,
সেট,হার্ড ড্রাইভ কত কি!
তোমার চোখই ক্যামেরা,
মগজ হার্ড ড্রাইভ,
আর মন জানান দেয়
এ্যাকশন,প্লে,কাট্ কাট্।

জীবন একটা রঙিন জলসা ঘর,
এখানে নর্তকী থাকে মনে,
তার রিনিঝিনি নুপুরের শব্দ
সদা কানে বাজে,মন নাচায়,
আনন্দে মাতয়ারা হয় প্রাণ,
বুদ হয়ে থাকে নেশায়,
দিগবিদিক জ্ঞান শূণ্য।

যখন ঝাড়বাতি নেভে,
পায়েল আর নুপুরেরা ঘুমোয়,
তাদের শব্দ আর পাওয়া যায় না,
তখন সুনামীর ঢেউয়ের মত
ব্যথায় অন্তর উথলে ওঠে,
কষ্টে তলিয়ে যায়।

আবার নেশায় ডোবে
নতুন নেশা,নেশা ভোলার নেশা
মদের নেশা,টাকার নেশা,
চাই চাই নেশা,যাচ্ছে তাই,
ভোলাতো চাই!

সুখ পাখি জীবনে কভু ধরা দেয় না,
দিলেও ফুরুৎ করে পালায়,
আবার ওড়ে,
জীবনকে তার নেশায় পাগল করে
তার পাণে ছোটায়।

ছুটতে ছুটতে সুখ যায়,
সাথে শান্তিও পালায়,
শেষে অ-শান্তি আর অ-সুখকে নিয়েই
মৃত্যুর প্রহর গোনে।

আর সিনেমা হলে না গিয়েই
নিজের অভিনিত সিনেমা
দেখে আর কান্দে,কান্দে আর দেখে,
আর না পাওয়ার জ্বালায় পুড়ে পুড়ে
অঙ্গার হয়,
লাল টকটকে অঙ্গার,
দগদগে আগুন সেথায় খেলা করে।

-স্বরচিত
৫ ফেব্রুয়ারি, ২০১৯
দুপুরে।