৷৷ ২১ ফেব্রুয়ারি ৷৷
ইংরেজ শাসনে পরাধীনতার জিঞ্জিরে বাঁধা বাঙালি
একদিন ঘুরে দাঁড়ায়।
পরনির্ভরশীল,আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে
জন্মে ব্রিটিশ বিরোধী আন্দোলন।
শপথ নিয়ে রাখে জীবন বাজি,তারপর একদিন বিষদাঁত ভেঙে ওদের তাড়ায় বীর বাঙালি।
শেষরক্ষা হয়না, ওদের রেখে যাওয়া বিষে
ভারত ভেঙে হয় খান খান।
পাকিস্তানের শাখা রাষ্ট্র পূর্ব পাকিস্তানের জন্ম হয়
যেন শাসকের নির্যাতন,শোষণ আর নিপীড়ন সইতে।
পাকদের লোলুপ জিহ্বের লেহনে অগ্রাহ্য হয় গণতন্ত্র,
বাঙালির ওপর চাপানো হয়
পশ্চিম পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি।
বাঙালি মাথা নুইয়ে রাখতে জানেনা,
তাদের দাবিয়ে রাখা যায় না,
তারা রুখে দাঁড়ায় যুগে যুগে।
'মা' বলে ডাকা যাবেনা!
প্রতিবাদী জনতা সাহসী উচ্চারণে বলে 'না'।
বুকের তাজা রক্ত ঢেলে সালাম, বরকত, রফিকেরা গড়ে ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আজ শ্রদ্ধায় অবনত সারা বিশ্ব, ভাষা শহীদের প্রতি,
বাংলা মা তুমি ধন্য, তোমার সন্তানের আত্মদানে।
১ ফেব্রুয়ারি ২০১৯