৷৷ ধিক্ প্রযুক্তি ৷৷
পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে সব
বিদ্যুৎ গতিতে।
কি এক অদ্ভুত সংস্কৃতি!
হায়নার থাবা যেন।
একটা ফোন হাতে ছুঁয়ে
ভালবাসার উষ্ণতা অনুভব।
ম্যাসেঞ্জারের সবুজ বাতি
জানান দেয় আমি আছি।
পাগলের মত ফোনটাকে নিয়ে
একটা "হাই" এর প্রহর গোনা।
ইংরেজি বর্ণে অসংলগ্ন সব
বাংলা সংলাপ।
বিশ্রি শর্টকাট
নতুনের দুর্বোধ্য।
লাইক,লাভ,ওয়াও
স্টিকারের ছড়াছড়ি।
হৃদয়ের উষ্ণতা মেলেনা
মেলেনা শান্তি বিন্দুমাত্র।
অতৃপ্ত আত্মা গুমরে মরে
নিষ্ঠুর হয় কখনো।
ট্রাস্ট কেয়ারের মানে বোঝেনা
বিশ্রি ব্রেক আপ।
অতপর হতাশা ও মৃত্যুর প্রহর গোনা
ধিক্ প্রযুক্তি।