একটি  লাইন  ৷৷

বন্ধু, আর না হোক
অন্তত একটি লাইন লিখে রেখো
টাইম লাইনে
যদি আপত্তি থাকে তবে ইনবক্সে।

ঘৃনা ভরেই লিখো
অবজ্ঞা আর অবহেলা নিয়েই লিখো
শাণিত ছুড়ির মত ধারালো শব্দে লিখো
তোমার জমানো সব ক্ষোভ ঢেলে লিখো।

আমার সব আশা নিভে যাবে,
আমি পাগল হব,
নেশায় বুদ হয়ে ঝিমাবো কিম্বা মরে যাব
এমন শব্দ খুঁজে খুঁজে লিখো।

তোমার ঘৃনাকে বোঝাতে পারেনা
এমন শব্দ অভিধানে খুঁজে না পেলে
নিজের বানানে নতুন শব্দে লিখো,
তবুও লিখো।

ওটা পড়েই আমি কাটিয়ে দেব বেলা
আমার একাল ওকাল,
আমার কান্নার খোড়াক হবে
ঐ এক টুকরো হীরা।

ওটাই তোমার শেষ চিহ্ন
তোমায় ভালবাসার পুরস্কার,
তিরস্কার
তোমার শেষ স্মৃতি।

নীল আকাশ,সবুজ ঘাস,পাখির গান
সমুদ্রের ঢেউয়ে না বলা গানের সুর,
সকালের সোনালী রোদ্দুর,জ্যোৎস্না
সব আমি ওখানেই খু্ঁজবো।

আমি বারবার পড়ব,আবার পড়ব
প্রতিটি শব্দ বানান করে করে পড়ব
দাড়ি, কমা,সেমিকোলন সব
হৃদয়ে জমাবো ভালবেসে তোমার শেষ আখর।

ওটা বুকে আঁকড়ে ধুঁকেধুঁকে মরা অবধি বাঁচবো
কেঁদেকেঁদে বুকের জমানো পাষাণ গলাবো
রক্ত গঙ্গা বইবে আমার কলমে
তবুও লিখো বন্ধু।

২৫ জানুয়ারি