৷৷ আজও তোমায় ভালবাসি ৷৷

প্রমান করলে আমি কেউ না
না আজ,না আগে,না পরে
শুধু পথ চলা।

নিজ মনে স্বপ্ন এঁকে
তালে তাল মিলিয়ে
হেইয়া হো হেইয়া, নৌকা বাওয়া।

বিশ্বাস আজ অন্য ঘরে,আমি পর,
তিলে তিলে গড়া আমার স্বপ্ন
ভেঙে খানখান,চুরমার,লন্ডভন্ড।

পূর্ণিমার চাঁদ আজ
ঝলসানো রুটি
শুধু মিছে আশা।

শিউলি,বেলি যতই গন্ধ ছড়াক
গোলাপ নজর কাড়ে,
চোখ আটকে যায়।

তুমি ছলনাময়ী আগে বুঝিনি
আজও মন চায়না
যোগের ঘরে বিয়োগ।

আমি আজ পথে
অচিনপুরের অজানা এক আলোর রোসনাই
চোখ ধাঁধিয়ে তোমার হৃদয়ে।

শান বাঁধানো ঘাটে পা ডুবিয়ে
জল নিয়ে খেলা কর
সেথায় স্বপ্ন বোনো,ছবি আঁকো।

হিংসে হয় তবুও হিংসে করতে
মন কাঁদে, কারন আমি
আজও তোমায় ভালবাসি।

১৯ ফেব্রুয়ারি, ২০১৯
রাতে।