ভক্ত আছে, ভক্তি আছে
আর আছে রাজনীতিবিদ!
চোর মশাই তক্কে থাকে
সুযোগ বুঝে কাটছে সিঁদ!
চোর বসে আসন চেপে
মুখমিষ্টিতে মানুষ ভুলায়!
ছানাদের উড়তে দিয়ে
মা জননী গাইছে কুলায়!!