প্রেমানন্দে মজে
এ ভবের বাজারে চলেছে
হরেক পাগলের খেলা!
মন হারানোর মেলা ___
প্রেম বিলিয়ে মরে যে জন
প্রাণের পাগল সেই জনা।
তুমি পাগল,
আমিও পাগল,
ক্ষ্যাপা ক্ষ্যেপীর হাটে!
শ্যাম পাগলে বাজায় বাঁশি,
সে সুরে রাই পাগলিনী
সয় যে যত গঞ্জনা।
রসিক যে জন পাগল হলো
পাগল যে তাই সব জনা!
মেঠোপথও হয় যে পাগল
পলাশ যখন রাঙায় তারে__
সে পাগলামি
বোঝে ক'জন, মন জানে না।
উদাস বাউল ক্ষ্যাপা হলো
একতারার ঐ সুরে__
কবি পাগল, শিল্পী পাগল
ক্ষ্যাপা যে তাই সব জনা!
ভবের হাটে
ঘুরছে কত পাগল...
আসল পাগল কোন জনা!!
মন জানে না ।