ঠগ বাছতেই গাঁ উজার,
           বিশ্ব  ভেজালের যুগে।
রন্ধ্রে রন্ধ্রে নকল গুঁজে
          ভেজাল সমাজ জাগে!

ওষুধে ভেজাল।
বিচারে ভেজাল।

ভেজাল প্রতিযোগিতাতে
              কে পরে, কে আগে!
সফল দূর্নীতির  সমাজে
         ভেজালদার পুরোভাগে।