সেদিন__
জোয়ার এসেছিল, বুঝি।
ঠিক ঠাওর হয় না
নদীর, নাকি প্রেমের!
পারাপার বন্ধ ছিল ঘাটে!
ভরাডুবির ভয়ে!
জমা হয়েছিল
অনেক মানুষের পুটুলি __
অথবা
হাজার কথার জটিলতা।
অপেক্ষায় থাকি __
ভাটার টানে
কখন আসবে সেই তরীটি!
ভেসে যাব কিংবা
ভাসিয়ে দেবো শেষ তরী __
যেতে হবে মোহনায়!