কত সুখ হয়নি দেখা।
কত কথা রয়ে গেছে বাকি!
ডানা ভাঙা পাখি
একলা বসে জীর্ণ বাসায়!
মেঘেদের চিঠি
উড়ে গেছে দুরন্ত ঝড়েতে,
ঠিকানা না রেখে।
শূন্য নীল আকাশে পাখিটা
খোঁজে হারানো কথা।
তোমার বুকে যা রয়ে গেছে
বকুল ব্যথা হয়ে।
ঝরা কামিনীর পাপড়ি
পড়ে আছে চলার পথে __
পাগল করা ঘ্রাণে
ব্যাকুল হয়ে ওঠে মন!
তুমি ভালো আছো তো!