বলতে ভালো লাগে__
         আমি ভালো আছি।
         ভীষণ ভালো আছি।
         যন্ত্রণা আড়াল করে
         আমি হেসে চলেছি!!

বলতে ভালো লাগে __
        আমি কান্না ভুলেছি।
        মধ্য গগনের তীব্রতা
        তবু ভুলতে পেরেছি।
        ভুলে গেছি সেই ক্ষণ।
        
বলতে ভালো লাগে __
         দুরন্ত ঢেউ পেরিয়ে
         আমি এগিয়ে যাবো।
         আমার নাও টলমল,
         তবু যুদ্ধে অটল র'ব।

বলতে ভালো লাগে __
         আমি ভালো বাসব।
         মহাবিশ্বে অবিচলে
         আমি সকলকে নিয়ে
         বাঁচব। ভালবাসবো।