ধান ভাঙার গান
এখন অতীত মিঠে সুর।
যে গানে বেঁচে উঠতো
আগামী ফেনা ওঠা ভাত
গ্রাম বাংলার ঘরে।
বাজতো খিদের ছন্দ ।

শুধুই ভাত নয়,
ভাতের ফেনের আশায়
দূয়ারে দূয়ারে ঘুরতো
পেটে পিঠে মিশে যাওয়া
কঙ্কালসার শরীর;
কোনো মন্বন্তর ছাড়াই।

সেই গান এখন নেই।
হারিয়ে গেছে
ওতলানো ভাতের গন্ধ।
আর হারিয়ে গেছে
গ্রাম্য বধূর পায়ের তালে,
ধান ভাঙা ঢেঁকির ছন্দ।

শুধু হারায়নি
পথে ঘাটে ভাত-খিদেরা।
ওরা যেন চিরকালের__
যারা, গান নয়
খোঁজে একমুঠো ভাত!