আজ___
জীবন বড্ড কম্প্যাক্ট!
রাস্তা আর অন্দরমহল
গা ঘেঁষাঘেষি করে বাঁচে।
যেন কোনো অবকাশ নেই।
দমবন্ধ হয়ে আসে ___

এখন___
রাস্তায় এসে দাঁড়ায় অন্দর
অথবা ___
পথ ঢুকে পড়ে অন্দরমহলে!
অনুভব করি
বড্ড প্রয়োজন জীবনে একটা
শ্বাস ফেলার "উঠোনের"!