পথে পথে ঘুরে বেড়ায় ,
এক সে উদাস বাউল!
অজানা তার পথ __
সে এক কানাগলি!
নেই দিশা তার...
দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে
নোনা জলের ধারা...
কেন যেন হারিয়ে খোঁজে
সেই সে উদাস গান!
আঁধারে চলকায় তার
দোতারাটার তান!
চোখের ছায়ে দেখি__
"উদাস বাউল নেই তো
বাউল আর।"
আদালতে কলজে খানা
চাইছে যে বিচার।
কত কথা হারিয়ে গেছে __
কোথায় যে তার পার!
নেই যে পারের ঘাট!
রাঙা পথে মিশে কাঁদে
বাউল বাউল মন!