তুমি আমার একলা বিকেল
ক্লান্ত দুপুর বেলা।
তুমি আমার ভোরের সূর্য
আলো ছায়ার খেলা।
তুমি আমার কাগজ-কলম
এবং আমার স্মার্টফোন!
তুমি আমার কবিতা ডটকম
তুমি আমার জনম মরণ!
যখন কোনো অন্ধকারে,
পাই না নিজের দেখা;
তুমি এসে দাঁড়াও পাশে,
হই না তাই একা।
তুমি আমার যখন তখন...
তুমিই মন্দ, তুমিই স্মরণ!