ছন্দ খুঁজি নিত্য নতুন
বন্ধ ঘরের চার দেয়ালে।
রাধা হই, ভাবের ঘরে,
কৃষ্ণ ভজি মন-খেয়ালে।
তুমি কি আমার কৃষ্ণ হবে?
বসন্তের প্রথম পলাশ,
রাঙায় যখন অধর কলি;
কৃষ্ণ প্রেমের সাধনায়
মন ভরালো কুসুম হোলি।
তুমি কি আমার কৃষ্ণ হবে?
কদম নেশায় যে কৃষ্ণ
বুঁদ হয়ে রেনু মাখে গালে;
রাধার আলতো চুমুই
সাজায় স্বর্গ, প্রেম ভালে!
তুমি কি আমার কৃষ্ণ হবে?