সাগরের ঢেউ
ফিরে ফিরে যায় গভীরে...
আবেশে আবার
ফিরে আসে তীরে।
করোনার ঢেউ ফিরে যায় না
কখনো...
ছোবলে করে ক্ষত বিক্ষত!
এমনই তার দুর্মতি...
শেষ হয় না তার গতি __
ঢেউ এর রঙ বদলে
আছড়ে পড়ে মানব শরীরে।
প্রথম , দ্বিতীয় ঢেউ গেল,
এসে পড়েছে তৃতীয়....
জানি না আর কত আছে __
বোঝা দায়
উচ্ছৃঙ্খল করোনার মতি!