এখন আমার
দু'চোখ ভরা তৃষ্ণা __
চোখের জলে খুঁজি যাকে,
সে কী আছে আমার
সমুদ্রসম অন্তরে!
আমার বুক জুড়ে
এক আকাশ হাহাকার।
জানি না কোথায় সে!
সে কী আসবে
জুড়োতে বঞ্চনার জ্বালা!
সে বুঝি হারিয়ে গেছে
ভীষণ বিষণ্ণতায়।
কেন আমি পুড়ি যন্ত্রণায়!
এ তৃষ্ণার জ্বালা
যেন কুড়ে কুড়ে খায়।