নিড়ানির বুকে শুয়ে থাকে সুখে
ক্লান্ত ছেঁড়া ঘাস।
এখনও যে মাটিতে লেগে আছে
বিষণ্ণ দীর্ঘশ্বাস!
শিশিরের ঘামে, ছিন্ন ভালবাসা
অল্প দামে কেনা!
মাটির এই বুকে তুচ্ছ হয়ে বাঁচা
বাড়ায় না তো দেনা!
তৃণসম হয়ে বেঁচে থাকার জয়
নয়তো কোনো ভুল।
পৃথিবীর বুক তৃণই ঢেকে রাখে
ছিন্ন হলেও শত মূল।