ওরা তিন নদী,
ভিন্ন বর্ণের, ভিন্ন চরিত্রের,
বয়ে যায় নিরবধি ___
তবু তাগিদ অনুভব করে
কাছাকাছি আসার। মিলনের।

ভিন্ন পথে হেঁটে এসে
দেখা হয়েছিল ওদের একসাথে।
যেখানের নাম "ত্রিবেণী সঙ্গম",
এক তীর্থস্থান।

এর পরেও ওরা হাঁটে __
একসাথে, পাশাপাশি হাত ধরে।
আলাদা অস্তিত্ব বোঝাতে
বয়ে যায় তিন বর্ণের স্রোতে।

অনেক জল ঘোলা করে
হয়েছে একাকার। এবং আজও।
ওদের যে চাহিদা একই।
গন্তব্যও একই, সেই মোহনায়।

জানি না সব ত্রিকোণ প্রেমের
পরিণতি হয় কিনা
কোনো এক সহজ মোহনায়....
অথবা অথৈ কোনো সাগরে...