১)স্বাধীনতা

হাওয়ায় হাওয়ায় যায় তা রটে...
একদিন, স্বাধীনই ছিলাম বটে!
সত্যি স্বাধীন হলাম কী আমি!!
স্বপ্ন শেষে, মুড়ালো আমার নটে...

২)সান্ত্বনা

বিরহের চোখ যখন টলটল,
দুঃখ হোক পদ্মপাতায় জল!
পদ্য-সুখের নৌকাও তখন
ঘাট পেরিয়ে চলবে অবিরল!

৩)শেষ যাত্রায়

ক্ষয়ে গেলেও একটু একটু দিন,
হিসেব করো, কদিনই বা রঙিন!
বৃত্ত শেষের মিলন বিন্দু বন্ধনে,
ফেলে আসা দিন শোনাবে বীণ!