ঠিকানা কোথায় (সিনকেইন)

         চলো
       চলে যাই
  এই সীমা ছাড়িয়ে
দূর থেকে আরো দূরে
       অজানায়।
মনে তবু হাজার আশা,
  পাবো কিনা পাবো
     সেই ঠিকানা
        হৃদয়ে।