গাছে তুলে কাড়ছে যারা সুখের মই,
তুমি যে চুনোপুঁটি, ওরা কাতলা রুই।

দুনিয়াটাকে এমনতরো করেছে ওরা,
তারাই খেলে বেহিসাবি লাগামছাড়া।

পুকুর চুরি চলছে দেদার এ দুনিয়ায়,
সিংহাসনে বসে তারা, রাজ্য চালায়।

অনেক মাথার আছে লম্বা লম্বা হাত।
যোগ্য হয়েও তুমি হও ঠুঁটো জগন্নাথ।