দেখে এলাম
ছোট্ট একটি পাহাড়ী গ্রাম,
নাম তার "তাবাকোশি"।
পাহাড়ের ঢালে
চা বাগান আর তাবাকোশি।
কাছাকাছি মেশামেশি।
গ্রামের পাশ দিয়ে বয়ে চলে
পাগল-পারা পাহাড়ী নদী,
মিষ্টি মধুর সুরে গান গায়।
চঞ্চল নদী "রম্ভোং"
ছুটে চলেছে হোম স্টে ছুঁয়ে।
মুগ্ধ আমি।
নদী গান গায়, গল্প বলে,
যখন পাশে এসে বসি।
মন কেমন করা গ্রাম,
এই অপরূপ "তাবাকোশি"।
প্রাণ ভরা ভালবাসা নিয়ে
তবু ফিরে আসি।