স্বপ্নমোহে
কী এক জাদু ছড়াও তুমি
আমার মনের আন্তর্জালে!
বারবার জন্ম চাই এ লোকে
তোমার মোহের ডাকে!

জানি না __
এটাই কী এক বার্তা বাহক
চোখের মায়া, অন্তর্দৃষ্টিতে!!
কত দিন দেখিনি অবয়বে।
অথচ থাকো অনুভবে!

অজান্তে __
কখন যেন দখল করে নাও
উজানে  হৃদয় তরনীটিরে।
সত্যি কী নয় এতটুকু শ্বাস!
সবটাই কী স্বপ্ন বিলাস!