স্বপ্ন-নীড়ে
আমার স্বপ্নেরা যখন
একা হয়ে যায় __
পিছলে পিছলে পড়ে
ঘুমন্ত চোখের
ধোঁয়ামাখা স্ক্রিনে....
তখন ___
আমি সামলাতে ব্যস্ত
আগোছালো ছবি।
তুমি এসে দাঁড়াও
সেই রাত গভীরে...
আমি ছুঁতে চাই সৃষ্টির
সেই অবগুন্ঠন।
অথচ...
মন মাঝি তুলে নেয়
স্বপ্নের ঝুড়ি।
আমার সারাটা রাত
তবু কেটে যায়
স্বপ্নের পাল তুলে!