স্বাধীনতা দিবস (অ্যাক্রোস্টিক ফরম্যাটে)
স্বাধীনতা হীনতায় চাহিনা যে বাঁচিতে।
ধীর হয়ে চলিবো সফল রাজনীতিতে।
নত হইবো না আর দেশের দুর্নীতিতে।
তালে তাল মিলাব আজ বিজয় সঙ্গীতে।
দিনটি মধুর সুরে বাজুক এই ভারতে।
বলো বলো সবে, ভারত মহান হবেই।
সর্ব শ্রেষ্ঠ আসন এ দেশ জিনে নেবেই।
**অ্যাক্রোস্টিক ফরম্যাট অর্থাৎ কবিতাটির শিরোনামটি কবিতাটির প্রতিটি পংতির প্রথম অক্ষর দিয়ে তৈরি।