ঘুম চোখে দেখি
হোয়াট্স অ্যাপে এসে লুটোচ্ছে
এক আদুরে সকাল।
শীতে জড়োসড়ো সূর্য্যি-রাঙা
"সুপ্রভাত"!!
সকালে ঘুম ছেড়ে উঠে
ভীষণ রোমান্টিক ভাবে বাঁচতে
ইচ্ছে করলো...
রোমান্টিক হতে ইচ্ছে করছে
পৌষের পাকা ধানের গন্ধে __
বাঁচতে ইচ্ছে করে
বন্ধ জুট মিলের দরজাটা খুলে
ভালবাসা জাগিয়ে __
করোনার ঢেউ যেন শান্ত হয়ে
তীর ছুঁতে চায় রোমান্টিক
আদরের পৃথিবীর!
হোয়াট্স অ্যাপের পাতার
সেই "সুপ্রভাত" আছড়ে পড়ুক
ভালবাসা নিয়ে,
আদুরে রোদ্দুরের মতো!
যেন কুসুম রোদ মাখা
মধু বসন্তের বন্ধু হতে পারি __
আরো একবার!