কুবো পাখিটা
যেদিন মাটিতে মুখ ঠেকিয়ে
গাল ফুলিয়ে ডেকেছিল __
সেদিন বসন্ত এসেছিল।

ঘন কুয়াশা কাটতেই
আম গাছটা বউলে বউলে
ভরে উঠলো।
মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো
বসন্ত বাতাসে...

বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে।
বয়নি এখনো দখিনা-বায়।
বাতাসে ভেসে আসেনি
পোড়া বাঁশির সেই সুর __
তবুও হৃদয়-পোড়া গন্ধটা
টের পাই...

রাত বাড়লে
চতুর্দিক যখন শুনসান __
রাতের শেষ ট্রেনটার
প্লাটফর্ম ছেড়ে যাওয়া-শব্দ
ভেসে আসে।

আর তখনই
ঘুম-হারা মনে ভাবনা হয়,
এ রাতটা শেষ হলেই
হারিয়ে যাবে
একটা সুবাসিত দিন!