লিখতে লিখতে পাঁচালি
কেটেছে সারাবেলা...
ছেঁড়া পাতা দিয়ে যাব কারে
ভেবেই যে হই সারা।
বিদায়ের এই গোধূলিবেলায়
কে নেবে ছিন্ন হৃদয়ের ভার!
কে যে রাখবে যতনে তারে,
পাইনি দেখা তার!
কোথায় যে সে সুজন
বাঁধবে বীণায় সুরের গোপন,
হৃদয়ের সেই আলাপ!
কে জানে, সে কোন জনা!