অন্য মনে
আমি যেন বিচরণ করি
এক স্বপ্ন-জাগরণে!
এ জগৎ অহরহ বদলায়!
সামনে এসে পড়ে
বিচিত্র সব জটিল অঙ্ক!
মেলেনা কিছুতেই যেন __
নতুবা আমি এক
মেধাহীনা বেয়াড়া ছাত্রী!
চোখ বোজা অন্ধকার
জাপটে ধরে
আধিভৌতিক দুঃখকে!
অনুভবে কী থাকি
স্বপ্ন মাখানো
জাগরণের মধ্যবর্তীতে!
সন্দেহে ভাসি।