উলুক ঝুলুক
সুলুক খোঁজে
মগের মুলুক গিয়ে।
শালুক তুলুক
সকাল সাঁঝে
পাঁচি পিসির মেয়ে।
আসুক নাচুক
শামুক হাসুক
আজ ব্যাঙের বিয়ে।
ছাতার তলায়
ব্যাঙের মাতা
ভাজছে লুচি ঘিয়ে!
কুরুখ কুরুখ
ব্যাঙের পিতা
হাঁচছে সর্দি নিয়ে!
লাজুক লাজুক
মাগুর শিঙি
নাচলো মায়ে ঝিয়ে!