আমার ব্যথা যখন
তোমার বুকে
পলাশ হয়ে রাঙে __
তুমি কিগো আকূল হও
বাউল বৈরাগে!
কি জানি কেন এ মন
তোমায় খুঁজে মরে।
একবার আঁধার সরিয়ে
বেরিয়ে এসে দাঁড়াও
মুখোমুখি!
মেঘে ঢাকা তারা তুমি,
মেঘ সরিয়ে কবে যে
খেলবে আমার সাথে,
সেই আশাতে
বসে আমি ভীষণই
এক সুখী!!